বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় ১৯৮৪ সালে যার প্রধান কার্যালয় ঢাকা থেকে ১২০ কি.মি. অদূরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় অবস্থিত। মোট ৫ টি কেন্দ্র ও ৫ টি উপকেন্দ্র নিয়ে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর কার্যক্রম পরিচালিত হয় যার মধ্যে একটি অন্যতম প্লাবনভূমি উপকেন্দ্র, সান্তাহার, বগুড়া। এটি স্বাদুপানি কেন্দ্র, ময়মনসিংহ কর্তৃক পরিচালিত হয়। বগুড়া শহর থেকে প্লাবনভূমি উপকেন্দ্র, সান্তাহার, বগুড়ার দূরত্ব প্রায় ৩৭ কিলোমিটার, এটি বগুড়া - সান্তাহার মহাসড়কের পাশে সান্তাহার পৌরসভায় ১০ একর জায়গা নিয়ে অবস্থিত। এই উপকেন্দ্র হতে গলদা চিংড়ির গৃহায়ন হ্যাচারি মডেল উন্নয়ন ও পোনা উৎপাদন, বিলুপ্তপ্রায় মেনি/ভেদা মাছের প্রজনন ও পোনা উৎপাদন কলাকৌশল, কুঁচিয়া মাছের নিয়ন্ত্রিত প্রজনন ও পোনা উৎপাদন কলাকৌশল, গ্রিনহাউজ পদ্ধতির মাধ্যমে থাই পাঙ্গাসের আগাম ব্রুড ও পোনা উৎপাদন কৌশল, বাতাসী মাছের প্রজনন ও পোনা উৎপাদন কৌশল, পিয়ালী মাছের প্রজনন ও পোনা উৎপাদন কৌশল ইত্যাদি নানাবিধ বিষয়ে গবেষণা করে আসছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS